Logo

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ হবে যেদিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:২৭
38Shares
৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ হবে যেদিন
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ)। ইতোমধ্যেই পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, আজকের মধ্যে ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হলে এদিনই ফল প্রকাশিত হতে পারে। অন্যথায় আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে।

সূত্র জানায়, নির্ধারিত সময়ে ফল প্রকাশিত হলে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের নতুন রেকর্ড গড়বে পিএসসি।

বিজ্ঞাপন

৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এ বিসিএসে ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। সব মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD