Logo

সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও ন্যাশনাল ইন্সপেক্টরস কোর্স সমাপ্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫৪
12Shares
সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও ন্যাশনাল ইন্সপেক্টরস কোর্স সমাপ্ত
ছবি: সংগৃহীত

সিভিল এভিয়েশন একাডেমিতে ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশন (ডিএফটি)-এর সহযোগিতায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর নিরাপত্তা বিষয়ক আইসিএও ন্যাশনাল ইন্সপেক্টরস কোর্স (ICAO National Inspectors Course) অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কোর্সটি ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর শেষ হয়। উক্ত কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিভিল এভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি উপস্থিত থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন কর্মকর্তাদের হাতে সনদপত্র বিতরণ করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ যুক্তরাজ্য দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মিঃ জেমস গোল্ডম্যান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস‍্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো: আসিফ ইকবাল, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

বেবিচকের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, নিত্যনতুন বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরসমূহের নিরাপত্তা তদারকিতে এ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বাংলাদেশস্থ যুক্তরাজ্য দূতাবাস এবং ব্রিটিশ ডিএফটি (DFT)-কে তাদের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

উল্লেখ্য যে, যুক্তরাজ্য থেকে আগত দুইজন প্রশিক্ষক (AVSEC Instructor) সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করেন। কোর্সে অংশগ্রহণকারী বেবিচকের নিরাপত্তা বিভাগের ২০ জন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদপত্র অর্জন করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD