Logo

নিরাপদ অভিবাসন নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩
23Shares
নিরাপদ অভিবাসন নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নিরাপদ অভিবাসন ইস্যু।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অভিবাসন।

প্রেস সচিব বলেন, বহু বাংলাদেশি মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টা করেন এবং এতে প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ইতালির সহযোগিতা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ইতালির প্রধানমন্ত্রী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে তারা উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবেন।

এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস। জবাবে প্রধানমন্ত্রী মেলোনি ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

প্রেস সচিব আরও জানান, বৈঠকে ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী মেলোনি ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD