Logo

নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি, প্রতীক আনারস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৫
13Shares
নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি, প্রতীক আনারস
ছবি: সংগৃহীত

আদালতের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। লেবার পার্টির নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটির হাতে নিবন্ধন সনদ হস্তান্তর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৯ মে প্রদত্ত রায় ও আদেশের আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। দলটির প্রধান কার্যালয় অবস্থিত রাজধানীর নয়াপল্টন মসজিদ গলি, ৮৫/১ (তৃতীয় তলা), ঢাকা-১০০০ ঠিকানায়।

বিজ্ঞাপন

এ নিবন্ধনের মাধ্যমে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৫২টিতে (আওয়ামী লীগসহ)।

উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করা হয়। এরপর থেকে এ পর্যন্ত মোট ৫৬টি দল নিবন্ধন পেলেও বিভিন্ন সময়ে শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশনায় পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়।

বাতিল হওয়া দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

বিজ্ঞাপন

সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরিয়ে দেওয়া হলেও নির্বাচন কমিশন শুধুমাত্র জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD