Logo

জঙ্গিবাদের নামে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ছাড় নেই: এটিইউ প্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০৩
22Shares
জঙ্গিবাদের নামে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ছাড় নেই: এটিইউ প্রধান
এটিইউ’র নবনিযুক্ত প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম | সংগৃহীত ছবি

জঙ্গিবাদের নামে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নবনিযুক্ত প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় এটিইউর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

এটিইউ প্রধান বলেন, বর্তমানে দেশে উগ্রবাদের বড় কোনো উত্থান না থাকলেও তা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জঙ্গিবাদ যেন আর মাথাচাড়া না দেয়, সে লক্ষ্যে কাজ করছে এটিইউ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উগ্রবাদীরা সাধারণ মানুষকে লক্ষ্য করে প্রভাবিত করার চেষ্টা করে এবং সমাজে সম্প্রীতি বিনষ্ট করে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে "ইনফো এটিইউ" নামে একটি অ্যাপ চালুর কথা জানান মো. রেজাউল করিম। তিনি বলেন, সাধারণ মানুষ চাইলে এখানে যেকোনো তথ্য শেয়ার করতে পারবেন, আর তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD