Logo

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:১২
27Shares
নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান জানান, দুপুর ২টার দিকে পূর্বাচল ১ নম্বর সেক্টরের একটি জামে মসজিদ থেকে অসুস্থ অবস্থায় মামুনকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তারা ইতোমধ্যে হাসপাতালে পৌঁছেছেন।

এদিকে, উদ্ধার হওয়ার আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মামুনের পরিবারের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে স্বজনরা দ্রুত তার সন্ধান ও নিরাপদে প্রত্যাবর্তনের দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। সন্তানরা বারবার বাবার খোঁজ করছে। আমি কাকে বোঝাবো? প্রশাসনের কাছে অনুরোধ, আমার স্বামীকে ফিরিয়ে দিন।”

এসময় মামুনের বাবা-মাও সন্তানের জীবিত ফেরার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD