Logo

বায়োটেকনোলজি নির্ভর টেকসই ভবিষ্যতের পথে দেশ: শিক্ষা উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩২
16Shares
বায়োটেকনোলজি নির্ভর টেকসই ভবিষ্যতের পথে দেশ: শিক্ষা উপদেষ্টা
অধ্যাপক ড. সি আর আবরার | ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বাংলাদেশ দ্রুতই বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে শুরু হওয়া ষষ্ঠ আন্তর্জাতিক স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বায়োটেকনোলজি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আবরার বলেন, “আমরা বায়োটেকনোলজি বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এখনই এই সুযোগ কাজে লাগাতে হবে।”

তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ সংকট মোকাবিলায় বায়োটেকনোলজিই কার্যকর সমাধান দিতে সক্ষম।

বিজ্ঞাপন

তিনি বলেন, কৃষি ছাড়া স্বাস্থ্যসেবা কল্পনা করা যায় না, আবার পরিবেশের স্থায়িত্ব ছাড়া খাদ্য নিরাপত্তা সম্ভব নয়। এই আন্তঃসম্পর্কই আমাদের অগ্রগতির পথ নির্দেশ করবে।

শিক্ষা উপদেষ্টা দেশের কিছু সাফল্যের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন, দেশেই করোনাভাইরাস পরীক্ষার কিট উৎপাদন, এবং বর্জ্য ব্যবস্থাপনায় মাইক্রোবিয়াল প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে বাংলাদেশকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এসব অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিজ্ঞানকে ভালো শাসনব্যবস্থার সঙ্গে, উদ্ভাবনকে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে এবং নীতিকে অঙ্গীকারের সঙ্গে মিলিয়ে নিতে হবে।” তার মতে, এ সম্মেলন কেবল বিজ্ঞানীদের নয়, বরং সরকার, একাডেমিয়া, শিল্পখাত ও নাগরিক সমাজের সকল অংশীজনের জন্য একটি আহ্বান।

ড. আবরার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একটি জাতীয় বায়োটেক উদ্ভাবন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তিনি জানান, এ প্রতিষ্ঠান দেশীয় ও প্রবাসী বিজ্ঞানীদের সমন্বয়ে পরিচালিত হবে এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বায়োটেক হাবে পরিণত করবে।

বিজ্ঞাপন

একইসঙ্গে তিনি একটি জাতীয় বায়োটেক ডাটা ব্যাংক গঠনের আহ্বান জানান, যেখানে ক্লিনিক্যাল রেকর্ড থেকে শুরু করে উদ্ভিদ ও প্রাণির জিনোম তথ্য পর্যন্ত মানসম্মত ডেটা সংরক্ষণ করা হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশ বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD