Logo

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রোধে দুই অ্যাপ নিয়ন্ত্রণের চিন্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২০
36Shares
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রোধে দুই অ্যাপ নিয়ন্ত্রণের চিন্তা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম সত্ত্বেও দলটির বহু নেতা-কর্মী দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে অনলাইনে বৈঠক করছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন। রাজধানীতে দলের ঝটিকা মিছিল থেকে গত বুধবার গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করতেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হয়।

বৈঠকে আলোচনা হয়, আপাতত রাতে দুটি অ্যাপের গতি কমিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া যেতে পারে। আর আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে টেলিগ্রাম ও বোটিম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

টেলিগ্রাম একটি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যার প্রতিষ্ঠাতা রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভ। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বোটিম অ্যাপটি ভয়েস কল, ভিডিও কল ও অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত হয়। বৈঠকে জানানো হয়, এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে দলটির কর্মীদের সক্রিয় রাখা হচ্ছে এবং তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জব্দকৃত মোবাইল ফোনের বিশ্লেষণেও দেখা গেছে, অনেকে এই অ্যাপের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় অংশ নিয়েছেন। এ কারণে সভায় টেলিগ্রাম ও বোটিম নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয়, একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি সিম রাখতে পারবেন। বর্তমানে একজনের নামে ১০টি সিম নেওয়া সম্ভব হলেও ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৩ মাসে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অভিযোগে ৪৪ হাজার ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে সভায় আলোচনা হয় যে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় আইনজীবীদের সহযোগিতায় দ্রুত জামিনের ব্যবস্থা হচ্ছে। ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারদের জামিনের বিষয়ে কঠোরভাবে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়।

সভায় মিয়ানমারের আরাকান আর্মি ও আরসার অভিযোগ নিয়েও আলোচনা হয়। বলা হয়, বাংলাদেশকে এ বিষয়ে দ্রুত স্পষ্ট বক্তব্য দিতে হবে, যাতে ভুল তথ্য প্রচার সত্য হিসেবে প্রতিষ্ঠিত না হয়।

বিজ্ঞাপন

কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচন, দুর্গাপূজা, মিয়ানমার ইস্যু এবং ছাত্র সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, পূজা ঘিরে গুজব বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এবারের দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা বেড়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপে টহল বাড়ানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD