Logo

খাগড়াছড়িকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে একটি মহল: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৪১
14Shares
খাগড়াছড়িকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে একটি মহল: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে এই মহল ষড়যন্ত্রে লিপ্ত।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের ইন্ধনে খাগড়াছড়ির সহিংসতা ঘটছে কি না -এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটি একটি যথাযথ প্রশ্ন। তারা যেন কোনোভাবেই পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ইতোমধ্যে ঘটনাস্থলে রয়েছেন। তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলছেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। তবে কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি ছুড়েছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসতে পারে। প্রতিহত করতে হলে সবার সহযোগিতা দরকার।”

শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর আলম বলেন, “দেশে একটি বড় ধর্মীয় উৎসব চলছে। এ সময়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট বন্ধ না করে। সেদিকে খেয়াল রাখতে হবে। পূজার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঢাকার ৫০টি থানার মধ্যে বর্তমানে ২৫টির নিজস্ব ভবন আছে। বাকি থানাগুলো ভাড়া বাসায় চলছে। ইতোমধ্যে পাঁচটি থানার নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে, যা ১৫ মাসের মধ্যে শেষ হওয়ার কথা। পাশাপাশি শিগগিরই শাহবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD