Logo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহায়তা করছে যুক্তরাজ্য: সারাহ কুক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২২
46Shares
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহায়তা করছে যুক্তরাজ্য: সারাহ কুক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আগামী বছর একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সমর্থনের কথা জানান।

বিজ্ঞাপন

সারাহ কুক বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণাকে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আজকের আলোচনা ছিল ফলপ্রসূ।

তিনি আরও জানান, যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করে যাচ্ছে। বিশেষ করে ঝুঁকিতে থাকা গোষ্ঠীর জন্য জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচি এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে। এসব বিষয় নিয়েই আজ সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD