Logo

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন সম্ভব: ইসি মাছউদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১৫:৫৫
30Shares
একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন সম্ভব: ইসি মাছউদ
ইসি আবদুর রহমানেল মাছউদ | ছবি: সংগৃহীত

অতিরিক্ত ব্যয় এড়াতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের পক্ষে মত দিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে একদিনেই দুটি ভোট আয়োজন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আবদুর রহমানেল মাছউদ বলেন, “জাতীয় নির্বাচনের নির্ধারিত সময়সূচিতে গণভোট যুক্ত হলে তাতে কোনো প্রভাব পড়বে না। বরং একসঙ্গে আয়োজন করলে সরকারের বিপুল ব্যয় সাশ্রয় হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সংসদ নির্বাচন ও গণভোট একযোগে আয়োজন করতে গেলে কিছু ভোটকেন্দ্র ও ভোটকক্ষ বাড়ানো লাগতে পারে, তবে এতে আইনগত কোনো জটিলতা নেই।

ইসি মাছউদ বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে মূলত ‘জুলাই সনদ’-এর ধারাগুলো নিয়ে জনগণের মতামত গ্রহণ করা হবে। তবে এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐকমত্যের ওপর নির্ভরশীল। সরকার চাইলে নির্বাচন কমিশন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে প্রস্তুত।”

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের এই সদস্যের মতে, সময়, ব্যয় ও জনস্বার্থ বিবেচনায় জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজন করাই সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD