আগের প্রবেশপত্র বাতিল, বিশেষ বিসিএস পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা

৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডার নিয়োগ পরীক্ষার আগের প্রবেশপত্র বাতিল ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিজ্ঞাপন
কমিশন জানিয়েছে, পূর্বে ডাউনলোড করা প্রবেশপত্র পরীক্ষায় অকার্যকর বলে গণ্য হবে। তাই পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব পরীক্ষার্থীর প্রবেশপত্রে মুদ্রিত কেন্দ্রের নাম টেলিটকের বার্তায় প্রাপ্ত কেন্দ্রের নামের সঙ্গে মেলেনি, তাদের ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, শুধুমাত্র নতুন ডাউনলোড করা প্রবেশপত্র দিয়েই পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পুরোনো প্রবেশপত্র কোনোভাবেই বৈধ হিসেবে গণ্য হবে না।
উল্লেখ্য, ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ ৫ অক্টোবর রাত থেকে চালু হয়। ওইদিন থেকেই পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করে প্রিন্ট করেন। তবে নতুন নির্দেশনা অনুযায়ী এখন তা বাতিল।
বিজ্ঞাপন
পিএসসি জানায়, দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষক সংকট মোকাবিলা করার লক্ষ্যেই এই বিশেষ বিসিএসের আয়োজন করা হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে ৬৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
আগামী শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা, যা অনুষ্ঠিত হবে শুধুমাত্র ঢাকায় নির্ধারিত কেন্দ্রগুলোতে।
পিএসসি পরীক্ষার্থীদের নতুন প্রবেশপত্র দ্রুত ডাউনলোড করে তা ভালোভাবে সংরক্ষণ ও প্রিন্ট করে পরীক্ষার দিন সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।