Logo

দেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১৮:০৩
54Shares
দেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া সাইবার হামলার পর বাংলাদেশে সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই ধারাবাহিকতায় দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

গত সপ্তাহে বেবিচকের পক্ষ থেকে সব বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ১০ দফা বিশেষ নির্দেশনা পাঠানো হয়।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল বা লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া কোনো ধরনের সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বেবিচকের সূত্র জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাম্প্রতিক সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে উল্লেখ করা হয়, ইউরোপের কিছু বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তাই বাংলাদেশেও আগাম নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, বেবিচকের ওয়েবসাইট সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছিল। এ কারণে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পরামর্শে বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়নে দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

দেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি