বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রেস সচিব

দেশের মানুষ আসন্ন নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ নির্বাচনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই মাঠপর্যায়ে স্পষ্ট হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আমি দেখছি, সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কোনো বিভ্রান্তি নেই জনগণের মধ্যে। বরং বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছেন কিছু তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক, যারা টেলিভিশনে এসে বাজার গরম করার চেষ্টা করছেন।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনের ট্রেন ইতোমধ্যে ছেড়ে গেছে। এখন গ্রামাঞ্চলেও নির্বাচনী উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আজকেই তো একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে।”
শফিকুল আলমের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে প্রবেশ করছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন, আগামি ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেস সচিবের এই মন্তব্যের মাধ্যমে সরকারের নির্বাচনী প্রস্তুতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে।