Logo

দেশে ফিরেই ফিলিস্তিনকে নিয়ে বার্তা দিলেন শহিদুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৫, ১০:৩০
23Shares
দেশে ফিরেই ফিলিস্তিনকে নিয়ে বার্তা দিলেন শহিদুল আলম
ছবি: সংগৃহীত

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। দেশে পৌঁছে তিনি দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনের মুক্তির আগ পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শহিদুল আলম বলেন, “গাজা এখনো মুক্ত হয়নি, সেখানে এখনো আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীর ওপর যে নির্যাতন চলছে, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।”

বিজ্ঞাপন

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইসরাইলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলম আটক হওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়, যাতে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তি নিশ্চিত করা যায়।

এর আগে তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান শহিদুল আলম। আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ‘কনশানস’ জাহাজের সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরাইলি দখলদার বাহিনী।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD