Logo

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর, নিখোঁজ ১

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৮:০৮
31Shares
অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাসদর। তবে অভিযুক্তদের মধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মাদকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি জানান, ট্রাইব্যুনালের তিনটি মামলায় মোট ২৫ জন সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর-এ (অবসরপূর্ব ছুটিতে) এবং ১৫ জন বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও কর্মরত সেনা সদস্যদের সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছিল। মেজর জেনারেল কবীর আহাম্মাদ ছাড়া বাকি ১৫ জন সে নির্দেশনার জবাব দিয়েছেন এবং বর্তমানে তারা হেফাজতে রয়েছেন। তাদের পরিবার থেকে আলাদা রাখা হয়েছে।”

কবীর আহাম্মাদের বিষয়ে তিনি বলেন, “৯ অক্টোবর সকালে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

বিজ্ঞাপন

সেনাসদর জানিয়েছে, নিখোঁজ কবীর আহাম্মাদকে খুঁজে বের করতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD