জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে অনুষ্ঠানটি এখন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে। সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ বাড়াতে সপ্তাহান্তের দিনটি বেছে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক মুহূর্ত। যাতে দেশের সাধারণ মানুষ সরাসরি অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই অনুষ্ঠানটি শুক্রবারে সরিয়ে আনা হয়েছে।”
তিনি আরও জানান, অনুষ্ঠানটি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আগামীকাল ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি ছাড়াও পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা আমন্ত্রিত থাকবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।