জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক-কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এহছানুল হক চুক্তিভিত্তিক নিয়োগে এই দায়িত্ব গ্রহণ করবেন।
আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে রবিবার
বিজ্ঞাপন
এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান-কে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছিল। তার বিদায়ের পর থেকে মন্ত্রণালয়টিতে পূর্ণকালীন সচিবের পদটি শূন্য ছিল। সেই সময় অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করছিলেন।
নতুন নিয়োগের মাধ্যমে প্রায় তিন সপ্তাহ পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে পূর্ণ সচিব নিয়োগ পেল। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মো. এহছানুল হক দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী একজন কর্মকর্তা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।