Logo

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১২:৪৯
5Shares
এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে সারাদেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মসূচির আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট।

শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সকাল থেকেই প্রেসক্লাব সংলগ্ন সড়কে শিক্ষকরা অবস্থান নেওয়ায় পল্টন থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কয়েকজন নেতাও সংহতি প্রকাশ করেন। তাদের মধ্যে ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

এর আগে গত ১৩ আগস্ট প্রেসক্লাবের একই স্থানে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জোরালো অবস্থান নেন। সে সময় সরকারের শিক্ষা উপদেষ্টা শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বেসিক বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা ৭৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। বরং ৫ অক্টোবর শিক্ষক দিবস উপলক্ষে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক সমাজকে আরও ক্ষুব্ধ করেছে।

শিক্ষক নেতারা বলেছেন, তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসবভাতা ৭৫ শতাংশে বাড়ানোর দাবিতে অনড় রয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD