Logo

রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
১২ অক্টোবর, ২০২৫, ১৪:৪৫
5Shares
রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, রাতের অন্ধকারে ভোট চাই না। নির্বাচন হবে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু -এটাই কমিশনের লক্ষ্য।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

সিইসি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে কোনো অনুপযুক্ত বাধা থাকবে না। কেন্দ্রগুলোতে ভিড় না থাকলে সাংবাদিকরা ১০ মিনিট পর্যন্ত ভোটকক্ষের ভেতরে থাকবেন; প্রয়োজন হলে সময় বাড়ানো হবে। কমিশন চায় সাংবাদিকরা নির্বিঘ্নভাবে নির্বাচন কাভার করতে পারুক এবং সত্য ও সঠিক সংবাদ পরিবেশন করতে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার রোধে সিইসি ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্বও জোর দেন। তিনি বলেন, ভুল তথ্য সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তাই প্রকাশের আগে তথ্য যাচাই বাধ্যতামূলক। কিছু মিডিয়া ও ইউটিউব চ্যানেলের ইতিবাচক ভূমিকা থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা মিথ্যা প্রচারের চেষ্টা প্রতিহত করতে কমিশন সক্রিয় থাকবে এবং সাংবাদিকদের এ কাজে অংশগ্রহণের অনুরোধ করেন।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও রোহিঙ্গা ভোটার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী এসব বিষয়ে কাজ করছে এবং ভোটগ্রহণ হবে নতুন ভোটার তালিকার ওপর ভিত্তি করে, যাতে সাধারণ মানুষের স্বচ্ছ ভোটাধিকার নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

সিইসি আরও বলেন, যারা নির্বাচন পরিচালনায় দায়িত্বে রয়েছেন তারা দেশের জন্য দায়িত্বজ্ঞান প্রদর্শন করে কোনো ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না; তাই কমিশন ও প্রশাসন নির্বাচন পরিবেশ সুষ্ঠু রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সবাইকে সতর্কতার সঙ্গে তথ্য যাচাই করার আহ্বান জানান এবং বলেন, সাংবাদিকরাই এই নির্বাচনের অন্যতম নির্ভরযোগ্য সহযোগী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD