সিনিয়র সচিব হয়েই নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন এহছানুল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন। তিনি মনে করেন, জনগণ চাইলে একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
এহছানুল হক বলেন, “প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশ, এবারের নির্বাচন হবে সবচেয়ে সুষ্ঠু। আমরা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে থাকব এবং মাঠ প্রশাসনের সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “নির্বাচনকালীন দায়িত্বে থাকা কর্মকর্তারা যেন সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থাকেন, আমরা তা নিশ্চিত করতে কাজ করছি। প্রশাসনের কর্মকর্তারা যদি উপযুক্ত পরিবেশ ও সুরক্ষা পান, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে সক্ষম হবেন।”
এহছানুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো কর্মকর্তা নিরপেক্ষতার বাইরে গিয়ে রাজনৈতিক পক্ষপাত দেখান, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো কর্মকর্তার দলীয় সম্পৃক্ততা পাওয়া গেলে, তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন, “আমি কখনও দলীয় নির্দেশে কাজ করিনি, ভবিষ্যতেও করব না। প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব সুনির্দিষ্ট, তারা যদি সেই সীমার বাইরে যান, তারও ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
সিনিয়র সচিবের মতে, প্রশাসনের সকল স্তরে আস্থা ও ন্যায়নিষ্ঠা বজায় থাকলে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব।