Logo

নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১৬:৫০
11Shares
নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালকের অনুমোদনের পর তার নতুন ভোটার ঠিকানা এখন গুলশান-২ এ স্থানান্তরিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা যায়।

এনআইডি ডাটাবেজের তথ্যমতে, এতদিন ড. ইউনূসের ভোটার ঠিকানা ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে। তবে বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঢাকা-১৭ আসনের গুলশান-২ এলাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি আবেদনটি অনুমোদন দেন এবং পরদিন ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন হয়।

এই পরিবর্তনের ফলে প্রধান উপদেষ্টা এখন গুলশান-২ এলাকা থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD