প্রতিদিন ৭২ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেবে ডিএনসিসি

রাজধানীর উত্তরাঞ্চলে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বৃহৎ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। রবিবার (১২ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানিয়েছেন, টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই মাসব্যাপী কর্মসূচি। এ সময় কর্পোরেশনের ১০টি অঞ্চলে মোট ১৮ কার্যদিবসে প্রায় ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম। প্রতিটি টিমে দুইজন ভ্যাকসিনেটর ও তিনজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে ৭২ হাজার শিশু ও শিক্ষার্থী এই টিকা পাবে।
বিজ্ঞাপন
ডিএনসিসির আওতাধীন ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী এবং কমিউনিটি পর্যায়ের ৬৫৬টি ইপিআই কেন্দ্রে আরও ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুকে টিকা দেওয়া হবে।
এর মধ্যে ২০২টি ইংরেজি মাধ্যম স্কুলের ৫৪ হাজার ৬৬৮ জন, ২১টি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৫৬ হাজার ৪৬৫ জন এবং ৫১০টি মাদ্রাসার ৩ লাখ ৪ হাজার ৩১৬ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। প্রতিদিনের কার্যক্রমে অংশ নেবে ৭১২ জন ভ্যাকসিনেটর ও ৯৭২ জন স্বেচ্ছাসেবী।
শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ইপিআই কেন্দ্রগুলোতে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ কেন্দ্রগুলোতে টিকাদান করা হবে।
বিজ্ঞাপন
পুরো কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি ডিএনসিসি একটি বিশেষ মনিটরিং সেল ও মাঠ পর্যায়ের জন্য ভিজিলেন্স টিম গঠন করেছে।
ডিএনসিসির এ উদ্যোগে নগরবাসীর শিশুরা টাইফয়েড প্রতিরোধে সুরক্ষিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।