Logo

এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে যা জানালেন সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১৭:৫২
33Shares
এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে যা জানালেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাওয়া ‘শাপলা’ প্রতীক ইসির নির্ধারিত তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যেকোনো নিবন্ধিত দলকেই কমিশনের তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে হয়।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপিকে প্রতীক বরাদ্দের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিইসি বলেন, “এনসিপির চাওয়া শাপলা প্রতীক আমাদের তালিকায় নেই, তাই সেটা দেওয়া যায়নি। আমাদের নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকেই দলগুলো প্রতীক নিতে পারে।”

এ সময় তিনি আরও জানান, চাইলে নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। তবে শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

বিজ্ঞাপন

এর আগে সকালে সিইসি চট্টগ্রামের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD