শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাস্তবায়ন ও প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এই ঘোষণা দেন।
নতুন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে।
বিজ্ঞাপন
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন বলেন, “প্রেস ক্লাবের সামনে আমাদের সহকর্মীদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তার নিন্দা জানিয়ে আগামীকাল থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।”
এর আগে রবিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে পল্টন থেকে হাইকোর্টমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু শিক্ষকরা অবস্থান অব্যাহত রাখলে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে তাদের সরিয়ে দেয় পুলিশ।
ঘটনার পর প্রেস ক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্তদের বেসিক বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও উৎসবভাতা ৭৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। বরং শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে, যা ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।
ফলে সোমবার (১৩ অক্টোবর) থেকে আন্দোলনরত শিক্ষকরা সারা দেশে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।