Logo

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য আবারও অনুসন্ধান চালাবে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১৭:২০
5Shares
নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য আবারও অনুসন্ধান চালাবে ইসি
ছবি: সংগৃহীত

নতুন নিবন্ধনের জন্য আবেদন করা রাজনৈতিক দলগুলোর সঠিকতা ও কার্যক্রম যাচাইয়ে আবারও মাঠপর্যায়ে অনুসন্ধান চালাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত কমিশন ইতোমধ্যে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেছে।

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ের প্রতিবেদনগুলোতে কিছু ক্ষেত্রে তথ্যের ঘাটতি ও মন্তব্যের অস্পষ্টতা লক্ষ্য করা গেছে। ফলে যাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে ১০টি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম ও অস্তিত্ব বিষয়ে পুনরায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।

ইসি সূত্রে জানা যায়, যে ১০টি দলের বিষয়ে নতুন করে অনুসন্ধান করা হবে সেগুলো হলো- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

প্রতিটি অঞ্চলের জন্য তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে, যেখানে একজন উপসচিব, সংশ্লিষ্ট অঞ্চলের একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা পড়লে পরবর্তী ধাপে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD