Logo

ঢাকা সেনানিবাসের এমইএস বিল্ডিং সাময়িকভাবে কারাগার ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৫:৩৫
10Shares
ঢাকা সেনানিবাসের এমইএস বিল্ডিং সাময়িকভাবে কারাগার ঘোষণা
ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশনায় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি)-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঢাকা সেনানিবাসের বাশার রোডের উত্তর পাশে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নং-৫৪’-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। সিদ্ধান্তটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, এ ঘোষণা রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি, কোন উদ্দেশ্যে বা কাদের এই সাময়িক কারাগারে রাখা হবে।

সূত্র অনুযায়ী, এটি নিরাপত্তাজনিত বিশেষ ব্যবস্থা হিসেবে গৃহীত হতে পারে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম-খুনে জড়িত থাকার অভিযোগে ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ঘটনার কয়েক দিন পর সেনানিবাসের ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, Prisons Act, 1894 অনুসারে সরকার প্রয়োজনে যেকোনো স্থাপনাকে সাময়িক বা বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করতে পারে। এটি সাধারণত বিশেষ নিরাপত্তা বা উচ্চপ্রোফাইল আটক ব্যক্তিদের আবাসনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

বিজ্ঞাপন

এদিকে, সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে প্রজ্ঞাপনটি কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানা গেছে।

জেবি/এসএ/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD