Logo

এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৬
10Shares
এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
ফাইল ছবি

বেতন-ভাতাসহ ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা, যার ফলে সব শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা বন্ধ রয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ চালায়। এতে বহু শিক্ষক আহত হন এবং অন্তত পাঁচজনকে আটক করা হয়। এর প্রতিবাদেই সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

শিক্ষকরা জানান, সরকার বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। তারা বলেন, “আশ্বাসে নয়, আমরা প্রজ্ঞাপন চাই।”

কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, চাঁদপুর, রাজবাড়ী, লালমনিরহাট ও ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষকরা সোমবার সকাল থেকেই ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

রবিবারের সংঘর্ষে আহতদের মধ্যে পিরোজপুরের গণপতি হাওলাদার, কিশোরগঞ্জের শফিকুল ইসলাম কাজল ও চাঁদপুরের আক্কাস আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর তারা ছাড়া পেয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশি হামলার পর শিক্ষকদের একটি অংশ প্রেস ক্লাবের সামনে অবস্থান ধরে রাখেন, অন্য অংশ অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুনরায় সমবেত হন। সেখান থেকেই তিনি সোমবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

অধ্যক্ষ আজীজি বলেন, “শিক্ষকদের ওপর এ ন্যক্কারজনক হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD