শিক্ষকদের ওপর পুলিশি হামলায় তীব্র নিন্দা ছাত্রশিবিরের

বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলেছে, জাতি গঠনের কারিগরদের ওপর এ ধরনের হামলা অমানবিক ও লজ্জাজনক।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি- মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।
তারা অভিযোগ করেন, রবিবার সকাল থেকে কর্মসূচি শুরু হলে বেলা আড়াইটার দিকে কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর হামলা চালায়। হামলার সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়, এতে বহু শিক্ষক আহত হন।
বিজ্ঞাপন
ছাত্রশিবির নেতারা বলেন, “শিক্ষকতা জাতির সবচেয়ে সম্মানজনক পেশা, কিন্তু দুঃখজনকভাবে এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা আজও দেওয়া হয়নি। ন্যায্য দাবির আন্দোলনে নামলেই তাদের ওপর পুলিশি নির্যাতন চালানো হচ্ছে, এটি গণতান্ত্রিক সমাজে অগ্রহণযোগ্য।”
বিবৃতিতে আরও বলা হয়, “দাবি আদায়ের আন্দোলন নাগরিকদের সাংবিধানিক অধিকার। বারবার বলপ্রয়োগ করে আন্দোলন দমন করার প্রবণতা নিছক স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন। আমরা শিক্ষকদের ওপর এ হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাই।”