Logo

‘ভেবেছিলাম এনসিপি বিপ্লবী দল হবে, কিন্তু কিংস পার্টির আচরণ তাদের মধ্যে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ২৪:২৫
9Shares
‘ভেবেছিলাম এনসিপি বিপ্লবী দল হবে, কিন্তু কিংস পার্টির আচরণ তাদের মধ্যে’
ছবি: সংগৃহীত

আমি ব্যক্তিগতভাবে এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম বলে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে। কিন্তু ক্ষমতার অংশীদার কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে এলো।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর গোপীবাগে সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতোয়ালি এবং গেন্ডারিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সভায় এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া।

এ সময় ইশরাক হোসেন বলেন, ৫ আগস্টের পর দলের কয়েকজন বিপথগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার এবং বাসস্ট্যান্ড দখল করার জন্য নয়। আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য।

আরও পড়ুন: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

বিজ্ঞাপন

তিনি বলেন, আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডারবাজি ও বদলি বাণিজ্য করতো, আজ তাদের (এনসিপি) একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে। আমি আশা করি, যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তাদের বাদ দিয়ে এনসিপি সুস্থধারার রাজনীতি করবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে মানুষ কথা বলতে পারতো না। দম বন্ধ হওয়ার মত অবস্থা ছিল। সাধারণ মানুষকে তৃতীয় শ্রেণির নাগরিক মনে করা হতো। আমি মনে করি আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। এটি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। এরা দেশ ও জনগণের বিপক্ষে কাজ করেছে। এখনো তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলছে। এরা সাংগঠনিকভাবে গণহত্যা চালিয়েছে, মানুষ মেরে মরদেহ পুড়িয়ে দিয়েছে। আমরা শেখ হাসিনার বিচার নয়, শাস্তি দেখতে চাই, ফাঁসি চাই।

আরও পড়ুন: এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন

বিজ্ঞাপন

ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ বাংলাদেশ ছিল না। এটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও আওয়ামী লীগ এদেশের জনগণকে দাসে পরিণত করেছিল। দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো এ দেশের জনগণের ভাগ্য এবং নির্বাচন। বাংলাদেশকে কীভাবে লুটপাট করবে, কারা করবে সেগুলো নির্ধারণ করে দেওয়া হতো।

জামায়াত প্রসঙ্গে ইশরাক বলেন, আমরাতো একসঙ্গে রাজনীতি করছি। আজ শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা-তা দাবি নিয়ে সামনে আসতে চাচ্ছে। পিআর পদ্ধতি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD