পরিবেশ উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যদি এবার অবৈধ ইটভাটা বন্ধ না করেন, তাহলে তাকে আর চেয়ারে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব।
বিজ্ঞাপন
তিনি লক্ষ্মীপুরের রামগতিসহ সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধ চান। এটা না হলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ওই পদে থাকতে দেবেন না বলেও মন্তব্য করেন।
শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে এনসিপি নেতা মোহাম্মদ রাকিব লিখেন, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা যদি এবার রামগতিসহ সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধ না করে নতুন করে মালপানি কামায়, তাহলে তাকে আর চেয়ারে রাখব না। সে সরকার হয়ে রাজনীতি করছেন।
মোহাম্মদ রাকিব বলেন, আমি বেশ কয়েকবার উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এ বিষয় নিয়ে। অবৈধ ইটভাটা বন্ধে তাকে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু কাজের কাজ কোনো কিছুই হয়নি।
তথ্যমতে, গত বছরের ১৮ সেপ্টেম্বর রামগতির ৫০টি অবৈধ ইটভাটাসহ সব অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন রাকিব। সেখানে তিনি উল্লেখ করেন, রামগতি উপজেলায় ৯৬টি সরকারি প্রাথমিক, ৩০টি মাধ্যমিক, ৬টি কলেজ, ১৪টি মাদ্রাসা, ৫০টি কিন্ডারগার্টেন ও ৫০টিরও বেশি কওমি ও নূরানি মাদ্রাসাগুলোতে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করেছে।
বিজ্ঞাপন
রামগতিতে মোট অবৈধ ৫০টি ইটভাটা রয়েছে। তার মধ্যে মাত্র দুটি ইটভাটা রয়েছে বৈধ। বাকি ৪৮টি অবৈধ ইটভাটা। আবার এসব অবৈধ ব্রিকফিল্ডে বে-আইনিভাবে করাতকল বসিয়ে পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি। এতে সবুজ পরিবেশ, জীববৈচিত্র্য, সড়ক অবকাঠামো এবং মানুষের জীবনমান হুমকির মুখে পড়েছে। চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ইতোমধ্যে অবৈধ ইটভাটা বন্ধে আমরা সমন্বয় সভা করেছি। রামগতিতে চলতি মৌসুমে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না।