চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা: আমিনুল হক

আমরা কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ কিংবা সন্ত্রাসীকে কোনোভাবেই প্রশ্রয় দেব না বলে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। অন্যায়কারীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। জিরো টলারেন্স- এই নীতিতেই আমরা অটল বলে জানান তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন দারুল উলুম মাদ্রাসা মসজিদ বাজার কমপ্লেক্সের আওতাধীন মৎস্য আড়ত ও বাজারের শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
আমিনুল হক বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন- কোনো বিশৃঙ্খলাকারী, কোনো চাঁদাবাজ আপনাদের ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ।
আরও পড়ুন: পাঁচ দফা দাবিতে আবারও আন্দোলনে জামায়াত
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার জোর করে জনগণকে “আওয়ামীকরণ”-এর পথে ঠেলে দিয়েছে। “কিন্তু আমরা সেটা করব না। আমরা জনগণের স্বাধীন মতামত ও ভোটাধিকারে বিশ্বাস করি। আপনারা যদি মনে করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন, বিএনপিকে, জিয়া পরিবারকে বিজয়ী করবেন- তাহলে তা আপনাদের অধিকার, আপনাদের সিদ্ধান্ত,” যোগ করেন তিনি।
দেশের উন্নয়ন, মানবসম্পদের গুণগত পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই, দেশের প্রতিটি বাজার হবে চাঁদাবাজ-মুক্ত, সন্ত্রাস-মুক্ত। ব্যবসায়ীরা যেন নিরাপদে, শান্তিতে ও সৎভাবে ব্যবসা করতে পারেন- এটাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা চাই, আপনারা ক্রেতাদের ভালো মানের পণ্য দেবেন, সহনশীল পরিবেশে ব্যবসা করবেন। এই বাজারগুলোকে আমরা সম্মানজনক, শৃঙ্খলাবদ্ধ ও ন্যায্য বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।
বিজ্ঞাপন
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ও জিয়া পরিবারকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি বাজার হবে চাঁদাবাজ মুক্ত ও বিশৃঙ্খলামুক্ত- এটাই আমাদের অঙ্গীকার।
আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, মৎস্য আড়ত মালিক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। বক্তারা বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।