Logo

পাঁচ দফা দাবিতে আবারও আন্দোলনে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১৮:৪৩
9Shares
পাঁচ দফা দাবিতে আবারও আন্দোলনে জামায়াত
ছবি: সংগৃহীত

পাঁচ দফা দাবিকে সামনে রেখে তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।

জামায়াতের ৫ দফা দাবি হলো-

বিজ্ঞাপন

১️. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে গণভোট আয়োজন করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করা;

২️. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করা;

৩️. সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা;

বিজ্ঞাপন

৪️. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;

৫️. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

বিবৃতিতে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “দাবি আদায়ের লক্ষ্যে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ প্রমাণ করে, দেশবাসী জামায়াতের দাবির প্রতি একাত্ম।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সরকার যদি জনগণের মতামতকে সম্মান করে, তাহলে অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করা উচিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে থাকবে।”

নতুন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর ঢাকায় বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একই দিন দেশের সব বিভাগীয় শহরেও একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া ১৫ অক্টোবর দেশের প্রতিটি জেলা শহরে মানববন্ধনের আয়োজন করবে দলটি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকার এখন পর্যন্ত আমাদের দাবিগুলো উপেক্ষা করেছে। তাই জনগণের স্বার্থে আমরা আবারও তৃতীয় দফার কর্মসূচি দিচ্ছি। এই আন্দোলন চলবে জনগণের ন্যায়সংগত দাবি পূরণ না হওয়া পর্যন্ত।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD