Logo

আগামী বছরের হজ নিবন্ধন শেষ, এখনো খালি দুই-তৃতীয়াংশ কোটা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৪:০১
8Shares
আগামী বছরের হজ নিবন্ধন শেষ, এখনো খালি দুই-তৃতীয়াংশ কোটা
ছবি: সংগৃহীত

আগামী বছরের পবিত্র হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী রবিবার (১২ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলে।

বিজ্ঞাপন

তবে এ সংখ্যায় এখনো পুরো কোটার তিনভাগের একভাগও পূর্ণ হয়নি। বাকি কোটা পূরণের জন্য নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে সোমবার (১৩ অক্টোবর) বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের সূত্র।

অন্যদিকে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, তারা নিবন্ধনের সময়সীমা আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে।

বিজ্ঞাপন

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত মূলত সৌদি সরকারের অনুমোদনের ওপর নির্ভর করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে এবারও সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীরা অংশ নেবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD