দুই ঘণ্টা ধরে অবরোধ শাহবাগ

২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধ শুরু করেন। এতে শাহবাগ মোড়ের চারদিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে পুলিশের বিকল্প ট্রাফিক ব্যবস্থায় বড় কোনো যানজট তৈরি হয়নি।
ট্রাফিক পুলিশের নির্দেশনায় মতিঝিল, গুলিস্তান ও পল্টনের দিক থেকে আসা গাড়িগুলোকে মৎস্যভবন হয়ে ইন্টারকন্টিনেন্টালের পেছনের রাস্তা দিয়ে বাংলামোটরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফার্মগেট থেকে আসা যানবাহন পরিবাগ-মগবাজারের দিকে, আর সায়েন্সল্যাব দিকের গাড়িগুলো এলিফ্যান্ট রোড থেকেই ঘুরে যাচ্ছে।
বিজ্ঞাপন
শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি পূরণের সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না। তারা বলেন, সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধি ‘অপর্যাপ্ত ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’।
এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। গতকাল বিকেলে ছিল ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি। আন্দোলনকারীরা জানান, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধি ও সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আরও পড়ুন: শিক্ষকদের স্লোগানে উত্তাল শাহবাগ
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত রবিবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এর পর থেকে তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনে রয়েছেন।