Logo

জাল নোট নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৫, ১৯:৪৫
11Shares
জাল নোট নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে এমন খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় বাংলাদেশ ব্যাংক নগদ অর্থ লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জাল নোটের খবর প্রকাশিত হয়েছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানায়, বাংলাদেশের আইন অনুযায়ী জাল নোট তৈরি, বহন বা লেনদেন করা একটি গুরুতর অপরাধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার রোধে সর্বদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জনগণকে সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে:

১. নোট গ্রহণের সময় জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা ও রং পরিবর্তনশীল কালি যাচাই করুন।

বিজ্ঞাপন

২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।

৩. নগদ অর্থের পরিবর্তে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি বেছে নিন।

৪. সন্দেহজনক নোট পেলে দ্রুত ৯৯৯ বা নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক বলেছে, “আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন।” এই মূলমন্ত্রে সবাইকে সচেতন থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যেতে পারে। পাশাপাশি প্রতিটি ব্যাংক শাখায় আসল নোট শনাক্তকরণে সহায়ক পোস্টার ও ব্যানার টানানো রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD