Logo

‘মার্চ টু যমুনা’ স্থগিত, বিকেল ৫টা পর্যন্ত সময় দিলেন শিক্ষকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১৬:২০
14Shares
‘মার্চ টু যমুনা’ স্থগিত, বিকেল ৫টা পর্যন্ত সময় দিলেন শিক্ষকরা
ছবি: সংগৃহীত

শিক্ষকদের তৃতীয় দফার দাবিতে আন্দোলনরত শ্রেণিকক্ষভিত্তিক সংগঠনগুলো বুধবারের পরবর্তী পদযাত্রা ‘মার্চ টু যমুনা’ আজ বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

বিজ্ঞাপন

তিনি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায়।

আজিজী বলেন, সরকার তাদের দাবির উপেক্ষা করলে আন্দোলন জোরদার করা হবে, তবে এব্যাপারে সরকারকে সময় দিয়েছেন।

তিনি জানান, তাদের মূল তিনটি দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি আরও তীব্র হবে। দাবিগুলো হলো- ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদান, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতার ৭৫ শতাংশ বাধ্যতামূলকভাবে প্রদান।

বিজ্ঞাপন

বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে আজিজী আরও বলেন, ‘‘শিক্ষা উপদেষ্টা যদি আমাদের দাবি নিষ্পত্তি করতে না পারেন, তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। আমরা শ্রেণিকক্ষে ফিরছি না; আমাদের ৬ লাখ শিক্ষক পরিবারের ভবিষ্যৎ রক্ষার জন্য প্রয়োজনে কঠোর আন্দোলন করবো।’’

তিনি বলেন, কেউ তাদের চাকরি থেকে টার্মিনেট করলে তারা সিএনজি-অটো চালিয়ে বা কৃষিকাজ করে জীবনযাপন করবে, আপনার এই ভিক্ষার চাকরি আমরা করব না।

বিজ্ঞাপন

অধ্যক্ষ আজিজী সমালোচনা করে বলেন, সরকারব্যবস্থায় অত্যন্ত ব্যয়বহুল প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করা হয়ে গেলেও শিক্ষক-শ্রমিকদের আয়-জীবিকা সুরক্ষায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হচ্ছে না।

তিনি বলেন, ‘‘লাখ লাখ কোটি টাকার অস্ত্র কেনা যায়, প্রকল্পে লুটপাট করা যায়, কিন্তু ৬ লাখ শিক্ষক পরিবারের জন্য সামান্য। তিন হাজার কোটি টাকা দেওয়া যায় না। এটা গ্রহণযোগ্য নয়।’’

তিনি সরকারকে বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন; সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারো তাদের কর্মসূচি শুরু হবে এবং প্রয়োজনে বাসভবনের দিকে পদযাত্রা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে শিক্ষক নেতারা জানান, যমুনা অভিমুখে নির্ধারিত পদযাত্রাটিকে এখনই স্থগিত রাখা হয়েছে যাতে বৈঠকে আলোচনা করে স্থায়ী সমাধান বের করা যায়। তবে তারা স্পষ্ট করে বলেছেন, এখনকার এ স্থগিতাদেশ কোনো চূড়ান্ত প্রত্যাহার নয়; দাবি না মানা হলে আন্দোলন তীব্র হবে এবং পূর্বের চেয়েও কঠোর কৌশল অবলম্বন করা হবে।

শিক্ষক সমিতি ও জোটের অনুচ্ছেদ অনুযায়ী, তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কথা উল্লেখ করেছেন; তবু নেতাদের বক্তব্যে মাঝে মাঝে কঠোর ভাষা গেলে তা আন্দোলনের তীব্র প্রতিশ্রুতি হিসেবে ধরা হচ্ছে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী আলোচনার পর আন্দোলনগত সিদ্ধান্ত চূড়্যান্ত করা হবে বলে আজিজী জানান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD