এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘কালো পতাকা মিছিল’

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাজধানীতে কালো পতাকা মিছিল করেছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
মিছিলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংহতি প্রকাশ করেন। অন্যদিকে আন্দোলনকারীদের একাংশ শহীদ মিনারে ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
শিক্ষক-কর্মচারীরা দাবি, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা করা হোক এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হোক। এছাড়া তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানিয়েছেন।
আগামী রবিবার তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন। এ পর্যন্ত আন্দোলন চলাকালীন তারা কর্মবিরতি, লংমার্চ এবং সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।
বিজ্ঞাপন
যদিও শিক্ষক-কর্মচারীরা শিক্ষা উপদেষ্টা প্রস্তাবিত বাড়ি ভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাতিল করে চূড়ান্ত দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।