Logo

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: রিজওয়ানা হাসান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৪:০৯
8Shares
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: রিজওয়ানা হাসান
ছবি: সংগৃহীত

পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে প্রবেশ করতে পারবেন। তবে সেখানে রাতযাপন করা যাবে কি-না, সেটা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম ৯ মাসের জন্য বন্ধ রাখা হয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। এই নিষেধাজ্ঞার কারণে দ্বীপটির পর্যটন খাত ব্যাহত হয়েছে। পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকায় জেটিঘাটে নীরবতা এবং কর্মচারীরা জাহাজে বেকার সময় পার করছেন।

সরকার জানিয়েছে, সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ রাখার মূল কারণ ছিল দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করা। পাশাপাশি, সেন্টমার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্র হিসেবে উন্নত করার পরিকল্পনা রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD