আইনে নেই শাপলা প্রতীক, তাই বরাদ্দ সম্ভব নয়: ইসি আনোয়ারুল

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এটি কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর মাঝে বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
বিজ্ঞাপন
রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল বলেন, “বর্তমান আইন অনুযায়ী শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। আমরা আইনের বাইরে গিয়ে কিছু করতে পারি না।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো চ্যালেঞ্জ দেখছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি এখন নেই। রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হবে।”
তিনি আশ্বস্ত করে বলেন, “আগের মতো বিতর্কিত নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি যারা বিতর্কিত বা পক্ষপাতদুষ্ট, তারা আসন্ন নির্বাচনে কোনো দায়িত্বে থাকবেন না।”
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়, শুধু আইনের কাছে জবাবদিহি করব। অন্যায়ের কাছে মাথানত করার প্রশ্নই আসে না।”
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।