Logo

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৩:১৮
22Shares
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের সরকারি ফেসবুক পেজে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) সকালে দেওয়া ওই পোস্টে বলা হয়, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। কার্গো ভিলেজে থাকা দাহ্য রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিজ্ঞাপন

অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে রাসায়নিক ধোঁয়া ও তীব্র তাপের কারণে ১০ জন আনসার সদস্য, ৩ জন ফায়ার ফাইটার এবং ১ জন পুলিশ সদস্য শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায়, যে কোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে তারা সর্বদা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD