ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে। সে হিসেবে দুই মাস আগে ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। সভায় বরিশাল বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সিইসি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। পূর্বের মতো নির্বাচনের কোনো সুযোগ বা সম্ভাবনা এবার নেই। আমরা চাই, নির্বাচন হোক শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।”
আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, “সরকার দলটিকে আপাতত নিষিদ্ধ করেছে। তাই তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।”
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতীক বিতর্ক প্রসঙ্গে সিইসি স্পষ্ট করেন, “আমরা আগেও বলেছি, আবারও বলছি, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের বিদ্যমান আইন ও নীতিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নয়।”
বিজ্ঞাপন
নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি নিয়মিতভাবে এগিয়ে চলছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।