Logo

এবার স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৯:৫৭
22Shares
এবার স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণির নেতৃত্বে ১২ থেকে ১৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অগ্নি নির্বাপণ ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই আজম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় দীর্ঘ আলোচনা শেষে কমিটি গঠন করা হয়েছে। কমিটি শুধু এই অগ্নিকাণ্ডের কারণ খুঁজবে না, বরং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়েও সুপারিশ করবে।”

বিজ্ঞাপন

ফারুক-ই আজম আরও জানান, সম্প্রতি সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের বিষয়টিও আলোচনায় এসেছে। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন ও গৃহীত পদক্ষেপগুলোও পর্যালোচনা করা হবে।

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বিমানবন্দরে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত ছিল না। এই প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়নি। কমিটি যদি সুপারিশ করে, তাহলে সরকার বিদেশ থেকে উন্নত প্রযুক্তি আমদানির বিষয়টি বিবেচনা করবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তদন্ত রিপোর্ট পাওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”

অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আলাদা একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে নিশ্চিত করেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD