শাহজালাল বিমানবন্দরে সম্পূর্ণ নিভে গেছে আগুন: ফায়ার সার্ভিস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা ভয়াবহ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন সম্পূর্ণ নিভে গেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, “যদি ভবনের ভেতরে ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকত, তবে আগুন নেভাতে এত সময় লাগত না। স্টিলের পরিমাণ বেশি থাকায় তাপ দীর্ঘ সময় ধরে ছিল।”
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, “আগুন সম্পূর্ণ নিভে গেলেও সতর্কতার জন্য ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। কার্গো স্টোরটি ছিল সংকীর্ণ ও দাহ্য পদার্থে ভরা, এজন্য আগুন নেভাতে সময় বেশি লেগেছে। তবে ফায়ার সার্ভিসকে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।”
তিনি জানান, আগুনে ভবনটি আংশিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং রাসায়নিক পদার্থ থাকায় কিছুটা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুইজন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।
ওই দিন রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। পরদিন রবিবার সকাল পর্যন্ত ধোঁয়া বের হতে থাকে। অবশেষে বিকেলে আগুন পুরোপুরি নির্বাপণ সম্ভব হয় বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস।