ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত হয় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনা থেকে। ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের চার-পাঁচজন শিক্ষার্থী ওই ছাত্রকে মারধর করেন। এর পর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন