Logo

নতুন সময়সূচিতে মেট্রোরেল, বাড়ল যাত্রীসুবিধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৬:৩৫
19Shares
নতুন সময়সূচিতে মেট্রোরেল, বাড়ল যাত্রীসুবিধা
ছবি: সংগৃহীত

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল যাত্রা শুরুর পর থেকেই দ্রুতই নাগরিকদের আস্থার জায়গা দখল করেছে। ক্রমবর্ধমান যাত্রীচাহিদা বিবেচনায় এবার চলাচলের সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) সকাল থেকে নতুন সময়সূচি কার্যকর হয়। দিনটি থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালু করে। এর আগে প্রথম ট্রেন ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে।

নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে রাত ১০টা ১০ মিনিটে মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যাবে।

এছাড়া, শুক্রবারগুলোতেও পরিবর্তন এসেছে সময়সূচিতে। আগে বিকেল ৩টায় ট্রেন চালু হলেও এখন থেকে শুক্রবারে দুপুর আড়াইটায় (২টা ৩০ মিনিটে) ট্রেন চলাচল শুরু হবে।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল জানায়, প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। চলাচলের সময় বাড়ানোয় ট্রেনের ট্রিপসংখ্যাও বৃদ্ধি পেয়েছে, ফলে আরও বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, “আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। এতে ট্রিপের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, এখন হবে ২৪৩টি। অর্থাৎ, প্রতিদিন অতিরিক্ত ৭টি ট্রিপ যোগ হয়েছে।”

বিজ্ঞাপন

তবে যাত্রীরা আরও বেশি ট্রিপ চালুর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, ট্রিপ বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে আরও কিছু ট্রিপ যোগ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) ট্রেন চলাচলের সময় বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছিল ডিএমটিসিএল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মেট্রোরেল পরিচালনা সময় ও ট্রিপ বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয় সংস্থাটি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD