Logo

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৫, ১৪:৪৩
6Shares
ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) আট দিনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত প্রাক-প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব জানান, “প্রথমে পাঁচ দিনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রাখার পরিকল্পনা ছিল। তবে বৈঠকে আট দিনের প্রস্তাব এসেছে। বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভোটের পরিবেশ বর্তমানে শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে। কোনো আইন-শৃঙ্খলা বাহিনীই আশঙ্কা বা উদ্বেগের কথা বলেনি। নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন দিক বাজেট বরাদ্দের ওপর নির্ভর করবে। বাজেট নির্ধারণের পর বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করা হবে।”

সচিব জানান, আসন্ন নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার রোধে পদক্ষেপ নেওয়া হবে, ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে এবং পুলিশের সদস্যরা বডিক্যামেরা ব্যবহার করবেন।

বিজ্ঞাপন

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে আট দিনের জন্য মাঠে ছিল সশস্ত্র বাহিনী এবং তাদের যাতায়াতের জন্য অতিরিক্ত পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী ১০ দিন মাঠে দায়িত্ব পালন করেছিল।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD