Logo

‘গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন, সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৫, ১৭:৫১
7Shares
‘গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন, সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই’
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সরকারের পক্ষ থেকে তাদের ওপর কোনো ধরনের চাপ নেই।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, গণমাধ্যম এখন স্বাধীনভাবে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারছে এবং তা স্বচ্ছ গণতন্ত্রেরই প্রতিফলন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বৈঠকে তথ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশে গণমাধ্যমের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ বা চাপ নেই। আমরা বিশ্বাস করি, সমালোচনা গণতন্ত্রকে শক্তিশালী করে। তাই সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কখনোই কোনো গণমাধ্যমকে ফোন করে সম্পাদকীয় নীতিতে হস্তক্ষেপ করে না। গণমাধ্যম আজ সরকারের কর্মকাণ্ডসহ নীতি ও সিদ্ধান্তেরও সমালোচনা করছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের অংশ।”

এ সময় তিনি জার্মান রাষ্ট্রদূতকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

মাহফুজ আলম বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই।”

বৈঠকে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, জার্মানি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। পাশাপাশি, জার্মান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD