Logo

নির্বাচনের নিরাপত্তা নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৩:২৯
8Shares
নির্বাচনের নিরাপত্তা নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে করণীয় নিয়ে বৈঠকে বসেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে মূলত নির্বাচনের সময় সম্ভাব্য সহিংসতা, সাইবার উসকানি, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র জানায়, সভায় যেসব বিষয় গুরুত্ব পায় তার মধ্যে রয়েছে-

১. সারাদেশে চুরি, ছিনতাই, দখলবাজি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের দমন।

বিজ্ঞাপন

২. জুলাই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি ও তদন্ত নিয়ে আলোচনা।

৩. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনগত ও সামাজিক উদ্যোগ জোরদার।

৪. মাদকের অপব্যবহার ও চোরাচালান রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ।

বিজ্ঞাপন

৫. জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের পুনঃসংগঠিত হওয়া ঠেকাতে কঠোর নজরদারি।

৬. শিল্প কারখানার শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা।

৭. গারমেন্টস ও অন্যান্য শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা।

বিজ্ঞাপন

৮. অবৈধ অস্ত্র উদ্ধার ও জমা অভিযানে গতি আনা।

৯. সীমান্ত ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা।

বিজ্ঞাপন

১০. মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সফল করতে করণীয় নির্ধারণ।

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, নির্বাচনকালীন সময়ে জনগণের জান-মালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD