Logo

আজকের পর বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১২:২৪
4Shares
আজকের পর বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম
ফাইল ছবি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আজকের পর থেকে যেসব জাতীয় পরিচয়পত্রে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, সেসব অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেষ হচ্ছে একাধিক সিম ব্যবহারের সীমা বেঁধে দেওয়ার সময়সীমা।

বিটিআরসির মতে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, সঠিক মালিকানা নিশ্চিত করা ও নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যেই এ উদ্যোগ।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত ব্যবহারকারী প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে। প্রায় ১৬ শতাংশ ব্যবহারকারীর নামে রয়েছে ৬ থেকে ১০টি সিম, আর মাত্র ৩ শতাংশ গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে।

গ্রাহকরা চাইলে সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত রয়েছে। এজন্য যেকোনো মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই সেই তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা নিজের পছন্দমতো সর্বোচ্চ ১০টি সিম রেখে বাকি সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা হস্তান্তর করতে পারবেন। তবে নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সিমগুলো দৈবচয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD